মূল পাতা আন্তর্জাতিক আমেরিকা আফগান যুদ্ধে আমরা পরাজয় বরণ করেছি: মার্কিন সেনাপ্রধান
রহমত নিউজ ডেস্ক 19 September, 2023 11:34 AM
বিদায়ী মার্কিন সেনাপ্রধান (চেয়ারম্যান অব দ্যা জয়েন্ট চীফ অব স্টাফ) জেনারেল মার্ক আলেক্সান্ডার মিলি আফগান যুদ্ধে আমেরিকা পরাজয় বরণ করেছে উল্লেখ করে বলেছেন, বৃহত্তর অর্থে যুদ্ধটা আমরা হেরেছি। আফগানিস্তানে যেভাবে আমেরিকার ২০ বছরব্যাপী যুদ্ধটি সমাপ্ত হয়েছে তা নিয়ে তার অনেক আফসোস রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মার্কিন সেনা সদর দফতর পেন্টাগনে সংবাদ মাধ্যম এবিসি নিউজের ‘দিস উইক’ নামে একটি সাপ্তাহিক অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
টুইন টাওয়ারে আমরা ২২ বছর পূর্ণ হওয়ার তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৩ এ সাক্ষাতকারটি ধারণ করে এবিসি নিউজ। ১৭ সেপ্টেম্বর রবিবার তা সম্প্রচার করে সংবাদ মাধ্যমটি।
জেনারেল মার্ক মিলি, যিনি চলতি (সেপ্টেম্বর) মাসের শেষ দিকে অবসরে যাবেন বলে ধারণা করা হচ্ছে, এবিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে আরও বলেন, আমরা তালেবান ও তাদের মিত্রদের সাথে ২০ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করেছি। কিন্তু তারা এখন এখন রাজধানীতে (কাবুল) বিচরণ করছে। এর অনেক কারণ রয়েছে যা আজকের সাক্ষাতকারে আলোচনা করার মত যথেষ্ট সময় নেই। তবে হ্যাঁ, এটা সত্য যে নাইন-ইলেভেনের পরে এ বিষয়ে আমাদের অনেক অনুতাপ, আফসোস রয়েছে।
মার্ক মিলি বলেন, একটা যুদ্ধে শেষ ১০ দিন কিংবা ১০ মাসে পরাজয় আসেনা। বরং তা বছরের পর বছর ধরে ধারাবাহিক একটার পর একটা অবস্থা ও মোড় পরিবর্তনের মাধ্যমে ঘটে থাকে। আর এই যুদ্ধের (আফগান যুদ্ধ) চুড়ান্ত ইতিহাস যখন লেখা হবে তখন এই কথাই প্রমাণ হবে। এই যুদ্ধে আমাদের অনেক শিক্ষা হয়েছে। যখন ডানে যাওয়ার কথা ছিল তখন আমরা অনেকবার বামে গিয়েছি যা যথাসময়ে বের হয়ে আসবে। তবে অনেক অনুতাপ, প্রকৃত অর্থে, শতভাগ অনুতাপ রয়ে যাবে। প্রত্যেক নিহত সৈনিক অনুতাপের কারণ যাদেরকে আমি হারিয়েছি।
সূত্র ও ভিডিও লিংক: https://abcnews.go.com/Politics/gen-mark-milley-back-us-withdrawal-afghanistan/story?id=103164460