| |
               

মূল পাতা আন্তর্জাতিক বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের


বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের


রহমত নিউজ ডেস্ক     19 September, 2023     11:46 AM    


বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের ওপর জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এ কথা জানান তিনি।

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশের ফাঁকে দুজনের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ছবিসহ সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে উজরা জেয়া লিখেছেন, 'বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং রোহিঙ্গা ইস্যুতে কথা হয়। রোহিঙ্গাদের সহায়তা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।'

Productive conversation with 🇧🇩 Foreign Secretary Masud Bin Momen on the margins of #UNGA78. Appreciated meeting again to discuss the importance of free & fair elections, freedom of expression, and continued humanitarian support for Rohingya and communities that host them. pic.twitter.com/LFF0KUOADQ

— Under Secretary Uzra Zeya (@UnderSecStateJ) September 18, 2023

গত ১১ থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে সফর করেন এই মার্কিন শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি, সরকার, রোহিঙ্গা শরণার্থী এবং মানাবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি। ১৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় উজরা জেয়ার। এক ঘণ্টারও বেশি সময় চলা বৈঠকে নির্বাচন, রোহিঙ্গাসহ অন্যান্য বিষয়ে বিস্তর আলোচনা হয়।