মূল পাতা মুসলিম বিশ্ব ‘বাক স্বাধীনতার নামে মুসলমানদের মূল্যবোধে আঘাত মানা হবে না’
রহমত নিউজ ডেস্ক 18 September, 2023 12:28 PM
চিন্তার স্বাধীনতার (বাক স্বাধীনতা) আড়ালে বিশ্বব্যাপী ২০০ কোটি মুসলমানের মূল্যবোধের ওপর আঘাত মেনে নেয়া হবে না বলে সাফ জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, আমাদের কাছে এসব ঘটনা উসকানি। মানুষের মধ্যে তা উত্তেজনা বাড়ায়।
নিউ ইয়র্কে তুর্কি-আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি আয়োজিত একটি নৈশভোজে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবগুলোকে তুরস্ক সম্মান করে জানিয়ে এরদোগান বলেন, পবিত্র গ্রন্থকে লক্ষ্য করে হিংসাত্মক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখি আমরা। আগামীতেও আমরা বিষয়টাকে এভাবেই দেখবো।
সম্প্রতিক মাসগুলোয় সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। দেশ দুটির প্রশাসনের অনুমতি নিয়েই পবিত্র কুরআন শরীফের অনুলিপি পুড়ানো হয়। নর্ডিক দেশ দুটির সরকার জানায়, বাক স্বাধীনতার অংশ হিসেবে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
কুআনের ওপর সেই নৃশংস হামলার কথা উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘ইসলামের প্রতি বিদ্বেষ না আটকানো গেলে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠবে।’