রহমত নিউজ 13 September, 2023 07:01 PM
সমাজে দুর্নীতি ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, ‘প্রতিটি সেক্টরেই দুর্নীতি আছে। বিচার বিভাগের দুর্নীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা চালাবো।’
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নবনিযুক্ত প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের প্রতি নানা কারণে আস্থার সংকট রয়েছে, তা কাটাতে কাজ করবো। ’
তিনি বলেন, `বিচার বিভাগকে রাজনীতিকরণের সুযোগ নেই। বিচার বিভাগের ওপর আস্থার যে কমতি হয়েছে, তা শুধু বিচারকদের কারণে নয়; এ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্য এ পরিস্থিতি। ধীরে ধীরে আমাদের কাজ করার মাধ্যমে এগুলো দূর হবে। ‘
গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরমধ্য দিয়ে তিনি বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। শপথগ্রহণের তারিখ থেকে তা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এরআগে, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।