রহমত নিউজ 02 September, 2023 04:46 PM
আগামী দিনে বৈদেশিক ঋণ পরিশোধ করতে বাংলাদেশ বড় ধরনের সমস্যায় পড়বে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, উন্নয়নের নামে সরকার দেশকে ধ্বংস করছে। এভাবে উন্নয়ন দেখানো স্বৈরাচারী সরকারের বড় বৈশিষ্ট্য।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আরও বলেন, প্রকল্প উদ্বোধন আর উন্নয়নের মাধ্যমে সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।
আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে মন্তব্য করে আমীর খসরু বলেন, 'ব্যাংকগুলোতে কোনো টাকা নেই। লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে। বড় বড় প্রকল্পের টাকা লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) হিসাবে প্রত্যেক বছরে ৭-৮ বিলিয়ন টাকা তারা বাইরে নিয়ে গেছে। অর্থাৎ এই ১৪-১৫ বছরে ১০০ বিলিয়ন ডলার নিয়ে গেছে ১ লাখ কোটি টাকার উপরে তারা বিদেশে পাচার করেছে।'
তিনি আরও বলেন, আইন করে দুর্নীতি করা হচ্ছে। দেশে গণতান্ত্রিক সরকার থাকলে এর চাইতে অনেক বেশি উন্নয়ন হতো। মানুষ তার অধিকার হারাতো না। গণতন্ত্র আর মানুষের অধিকার ছাড়া উন্নয়ন কোনোভাবেই টেকসই হতে পারে না।