রহমত নিউজ 19 August, 2023 10:46 AM
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আ. ক. ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়ন করতে হলে সাম্প্রদায়িকতা ও ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ধর্মের নামে রাজনীতি চলে আসছে সেই ব্রিটিশ আমল থেকেই। পাকিস্তান আমলেও আমরা একশ্রেণীর মানুষকে দেখেছি যারা ইসলামের নামে রাজনীতি করেছে। বঙ্গবন্ধু ধর্মের নামে রাজনীতিকে নিষিদ্ধ করেছিলেন। কারণ বঙ্গবন্ধু জানতেন ধর্মান্ধরা রাজনীতিতে ধর্মকে শুধু অপব্যবহারই করে। এরা ধর্ম ব্যবসায়ী। অখন্ড ভারতবর্ষে যখনই দাঙ্গা হয়েছে তখনই বঙ্গবন্ধু দাঙ্গাবিরোধী অবস্থান গ্রহণ করেছে। ’৭২-এর সংবিধানে রয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন। বঙ্গবন্ধুর দর্শন গণমানুষের মুক্তি। জামায়াত এদেশে ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে মানুষ হত্যা করেছে। তাদের শিকড় অনেক গভীরে। তাদেরকে উপড়ে ফেলার জন্য রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বনাম ধর্মের নামে রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক শহীদ সন্তান অধ্যাপক ডা. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আরমা দত্ত এমপি, শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, আবৃত্তিশিল্পী মো. শওকত আলী প্রমুখ।