| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ কিছু দেশ আফগানকে দোষারোপ করে : মোল্লা ইয়াকুব


নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ কিছু দেশ আফগানকে দোষারোপ করে : মোল্লা ইয়াকুব


মুসলিম বিশ্ব ডেস্ক     16 August, 2023     02:10 AM    


আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, কিছু দেশ তাদের নিজেদের নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়ে আফগানিস্তানকে দোষারোপ করে।

মঙ্গলবার (১৫ আগস্ট) তালেবান কতৃক আফগানিস্তানের শাসনক্ষমতায় পুনরায় আরোহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তবে এসময় তিনি কোন দেশের নাম উল্লেখ করেননি, যদিও পর্যবেক্ষক মহলের ধারণা তিনি এর দ্বারা পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছেন।

মোল্লা ইয়াকুব বলেন, তারা সম্ভবত এই দোষারোপের মাধ্যমে আফগানিস্তানকে সারাবিশ্বের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্র হিসেবে দেখাতে চায়। যাতে বিশ্বের দেশগুলো আফগানিস্তান এখন যেভাবে চলছে সেভাবে চলতে না দেয়। কিন্তু এবার আফগানিস্তানের শত্রুদের এই আশার কবর রচিত হবে।

তালেবান সরকারের বৈশ্বিক স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, যারা আমাদেরকে স্বীকৃতি দিবেনা তাদের স্বীকৃতির কোন প্রয়োজন আমাদের নেই।


সূত্র : তোলো নিউজ