রহমত নিউজ 15 August, 2023 04:07 PM
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র প্রস্তুতে সরাসরি জড়িত।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, পরাশক্তি আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যার যে ষড়যন্ত্র এবং এর ক্ষেত্র প্রস্তুতে সরাসরি জড়িত ছিল আমেরিকা। বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনায় আসামিদের স্বীকারোক্তি, সাক্ষ্য এবং তদন্তে এসব তথ্য পাওয়া গেছে। মামলার রায়েও এসবের রেকর্ড আছে। ভিক্ষুক জাতির কোনো সম্মান নেই। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন। এজন্য তিনি স্বাধীনতার পর থেকেই দেশকে স্বাবলম্বী করতে চেষ্টা করেছিলেন। আজকে যারা দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছেন, দেশ-বিদেশে যারা ষড়যন্ত্র করছেন, তারাই বঙ্গবন্ধুর হত্যা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর পঞ্চগড় পঞ্চগড় সদর