মূল পাতা শিক্ষাঙ্গন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
রহমত নিউজ 07 August, 2023 06:43 PM
২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর শাহাবাগে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিক্ষোভটি কাঁটাবোন হয়ে সাইন্সল্যাব মোড়ের দিকে যায়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১) ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে। ২) পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে। ৩) ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যাবে না। ৪) পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্ট বাদ দিতে হবে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা হবে।
এবার বিজ্ঞান বিভাগে ব্যবহারিকসহ বিষয়গুলোর প্রতি পত্রে পরীক্ষার্থীদের ৭৫ নম্বরের পরীক্ষা। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবহারিক বাদে বিষয়গুলোতে প্রতি পত্রে শিক্ষার্থীদের ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।