| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ ১৪০


ভারতে ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ ১৪০


আন্তর্জাতিক ডেস্ক     21 July, 2023     05:50 PM    


ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভূমিধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ আরও ১৪০ জন। জীবিত উদ্ধার ১০৩ জন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দিনগত রাতে ওই রাজ্যের পার্বত্য গ্রাম ইরশালওয়াদিতে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, ছোট ওই পার্বত্য গ্রামটিতে মাত্র ৫০টি ঘর ছিল। সেগুলোর অধিকাংশই ধ্বংস হয়েছে। ভূধসের সময় মাত্র ৮০ জন মানুষ বাড়ি থেকে বের হতে পেরেছেন। ঘটনার পর উদ্ধার তৎপরতায় পুলিশ, চিকিৎসক ও স্থানীয় লোকজন যোগ দেন। তবে, গ্রামটি পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় খাড়া রাস্তা বেয়ে ভারী যন্ত্রপাতি আনা সম্ভব হয়নি। ফলে ভারী বৃষ্টির মধ্যে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে।

এদিকে, নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে।

উল্লেখ্য, ভারতে জুন মাস থেকেই বর্ষাকাল শুরু হয়। চলতি বছরের বর্ষার শুরু থেকেই বিভিন্ন রাজ্যে ব্যাপক বৃষ্টি হয়। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে দেশটির উত্তর ও পশ্চিামঞ্চলীয় রাজ্যগুলোতে অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছে।