মূল পাতা আন্তর্জাতিক ইউরোপ ‘তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও দক্ষতা দিয়ে তৈরি করা অপরিহার্য’
আন্তর্জাতিক ডেস্ক 15 July, 2023 10:41 PM
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বের প্রতিটি প্রান্তে তরুণ জনগোষ্ঠী পরিবর্তনের ঘূর্ণিপাকের সম্মুখীন হচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতি, দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজার, জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন, জলবায়ুজনিত চ্যালেঞ্জ ও কোভিড-১৯ মহামারিতে পড়াশোনায় ক্ষয়ক্ষতির কারণে এই পরিবর্তনের ঘূর্ণিপাক হচ্ছে। এমন পরিস্থিতিতে তরুণ জনগোষ্ঠীকে মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা দিয়ে তৈরি করা অপরিহার্য। বিশ্ব যুব দক্ষতা দিবস আমাদের মনে করিয়ে দেয়, এই মহান বৈশ্বিক প্রচেষ্টার অগ্রভাগে আছেন শিক্ষকরা।
শনিবার (১৫ জুলাই) বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের মহাসচিব বলেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে শিক্ষকরা তাদের প্রয়োজনীয় শিক্ষা এবং পেশাগত উন্নয়নের সুযোগ পান। কারণ তারা তরুণ জনগোষ্ঠীকে বিদ্যালয় থেকে কর্মক্ষেত্রে যেতে সহায়তা করেন। এ সহায়তা করার জন্য সুপারিশ প্রদানে আমি সম্প্রতি শিক্ষকতা পেশার ওপর উচ্চপর্যায়ের প্যানেল চালু করেছি। বিশ্বব্যাপী শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রযুক্তিতে আমাদের প্রচুর বিনিয়োগ বাড়াতে হবে, যাতে তরুণরা যেখানেই থাকুক না কেন, শিক্ষকরা যেন তাদের অন্তর্ভুক্তিমূলক ও নমনীয় শিক্ষার সুযোগ প্রদান করতে পারেন। তরুণ জনগোষ্ঠীর অসীম শক্তি, ধারণা এবং অবদানের ওপর মানবতার ভবিষ্যৎ নির্ভরশীল। আসুন আমরা সবসময় শিক্ষকদের পাশে দাঁড়াই, কারণ তারা আমাদের সবার জন্য একটি উন্নত ও টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা অর্জনে তরুণদের সাহায্য করে।