| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত ভোট বন্ধে ইসির ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী বিল পাস


ফাইল ছবি

ভোট বন্ধে ইসির ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী বিল পাস


রহমত নিউজ     04 July, 2023     09:24 PM    


ভোট বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল পাস হয়েছে।

বিরোধী দলীয় সদস্যদের তীব্র আপত্তি সত্ত্বেও মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদে এ বিল পাস হয়।

বিলটি পাস হওয়ার ফলে নির্বাচনে অনিয়ম হলে কিছু কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করতে পারলেও পুরো আসনের ভোটের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না ইসি।

বিলটি পাস হওয়ার ফলে নির্বাচনে অনিয়ম হওয়া কেন্দ্রগুলোর ফল স্থগিত করতে পারলেও পুরো আসনের ভোটের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না ইসি। পরবর্তিতে তদন্ত সাপেক্ষে ফল বাতিল করে ওইসব কেন্দ্রে নতুন করে নির্বাচন দিতে পারবে ইসি।

এছাড়া বিলে নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদের কাজে কেউ বাধা দিলে তাকে শাস্তির আওতায় আনার বিধান যুক্ত করা হয়েছে।

এদিকে বিলটি পাসের সময় বিরোধী দলের সদস্যরা আপত্তি করেন। তাদের দাবি, এই সংশোধনীর মাধ‌্যমে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছে। যদিও সমালোচনার জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ইসির ক্ষমতা খর্ব করা হয়নি। বিষয়টি নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, একটি নির্বাচনী আসনে ১০০ থেকে ১৫০টি ভোট কেন্দ্রে থাকে। সেখানে ৩ থেকে ৪টি কেন্দ্রে কোনো সহিংসতা বা অনিয়ম হলে সবগুলো কেন্দ্র বন্ধ করে দেওয়ার ক্ষমতা গণতন্ত্রের পরিপন্থী।