| |
               

মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি বাণিজ্যমন্ত্রীর দাম কমানোর ঘোষণার পর দিনই বেড়ে যায় : চুন্নু


বাণিজ্যমন্ত্রীর দাম কমানোর ঘোষণার পর দিনই বেড়ে যায় : চুন্নু


রহমত নিউজ ডেস্ক     25 June, 2023     10:52 PM    


বাণিজ্যমন্ত্রী যখনই বলেন জিনিসপত্রের দাম কমাবেন, পর দিনই বেড়ে যায় বলে অভিযোগ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের সঙ্গে জড়িত কি না এমন প্রশ্নও তুলেছেন তিনি।

রবিবার (২৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনে অর্থ বিল ২০২৩ এর সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

চুন্নু বলেন, সুইজ ব্যাংক থেকে বাংলাদেশিদের ডলার সরিয়ে নেওয়া হলো, ওই টাকাগুলি কারা রেখেছিল। একটু কি কোনো সংস্থা নাই, ইন্টারন্যাশনালি ভাড়া করতে পারেন না? চোরের ঘরের চোরগুলি কারা? কারা টাকা পাচার করে এসব ব্যাংকে রেখেছে। আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বলব, জিনিসপত্রের দাম বাড়ার কারণে গ্রামের মানুষ খুব কষ্টে আছে। এক মণ ধান বিক্রি করে এককেজি গরুর মাংস কেনে। তারা এক মণ ধান ৯০০ টাকা বিক্রি করে ৮০০ টাকায় গরুর মাংস কেনেন। এক মণ ধান বিক্রি করে এককেজি খাসির মাংস কেনা যায় না। এককেজি ইলিশ মাছ কিনতে লাগে দুই মণ ধান। বাজার একটু নিয়ন্ত্রণ করেন। বাণিজ্যমন্ত্রী যখনই বলে জিনিসপত্রের দাম কমাবেন, পর দিনই বেড়ে যায়।