| |
               

মূল পাতা সারাদেশ শেরপুরে বিলে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর  


ফাইল ছবি

শেরপুরে বিলে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর  


মফস্বল ডেস্ক     21 June, 2023     07:36 PM    


বগুড়ার শেরপুরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম  ফাতেমা বেগম (৩০)।

বুধবার (২১ জুন) দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ি বিল এলাকায় এ ঘটনা ঘটে।

ফাতেমা বেগম ওই ইউনিয়নের মাগুড়াইর গ্রামের বাবু ওরফে রনি মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়। দুপুরের পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই গৃহবধূ খোকসাগাড়ি বিলের মধ্যে হাঁস আনতে যান। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী বগুড়া শেরপুর