| |
               

মূল পাতা সারাদেশ জেলা টঙ্গীর টুপি তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে


টঙ্গীর টুপি তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে


মফস্বল ডেস্ক     08 May, 2023     07:10 AM    


গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় টুপি তৈরির কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৭ মে) রাত ১১টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের সাতাইশ এলাকার জিজে ক্যাপ অ্যান্ড হেডওয়ার লিমিটেড নামক কারখানাটির সাততলা ভবনের পঞ্চম তলায় এ আগুন লাগে। পরে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানার ভবনটির সিফটি ইক্যুইপমেন্টগুলোতে সমস্যা রয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

উল্লেখ্য, এর আগে বিকেল পৌনে তিনটার দিকে গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, গাজীপুরের দুটি ও উত্তরার তিনটি ইউনিটসহ আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারও আগে দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর পাগার পাঠান পাড়া এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড নামক কারখানায় আগুন লেগেছিল।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর গাজীপুর সদর