মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ বিএনপির প্রার্থী হতে কেউ আগ্রহী নয়: প্রধানমন্ত্রী
রহমত নিউজ 08 May, 2023 07:04 AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির প্রার্থী হতে দলটির নেতাদের অনেকেই আগ্রহী নয়। কারণ গুলশান, নয়াপল্টন ও লন্ডনে দলীয় নেতাদের কাছে আলাদা আলাদা বড় অঙ্কের চাঁদা চাওয়ায় তারা এখন আর বিএনপির হয়ে নির্বাচন করতে চাচ্ছে না।
রবিবার (৭ মে) রাতে লন্ডনে নাগরিক সংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খুনি, চোর, দুর্নীতিবাজ বিএনপি-জামাত জোট যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতি অব্যাহত থাকবে, বাঙালি বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে। জাতির পিতার দেশে কেউ না খেয়ে থাকবে না, কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না।
প্রধানমন্ত্রী বৈশ্বিক খাদ্য ঘাটতির প্রসঙ্গে তুলে ধরে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশেই খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। তাই বৈশ্বিক প্রেক্ষাপটে বিবেচনায় এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।
এসময় প্রধানমন্ত্রী তার সরকারের আমলে দেশের বিভিন্ন উন্নয়ন পরিসংখ্যান তুলে ধরেন।