মূল পাতা স্বাস্থ্য করোনাভাইরাস করোনার বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা
রহমত নিউজ 05 May, 2023 08:29 PM
করোনাভাইরাসের মহামারি সংক্রান্ত বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারি শুরুর তিন বছর পর এই জরুরি অবস্থা তুলে নেওয়া হলো।
শুক্রবার (৫ মে) সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সংস্থার মূল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হু মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসে মৃত্যুর হার ২০২১ সালের জানুয়ারিতে প্রতি সপ্তাহে এক লাখের বেশি ছিল। যা গত এপ্রিলে মাত্র সাড়ে তিন হাজারে নেমে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, মহামারিতে অন্তত ৭০ লাখ মানুষ মারা গেছে। তবে প্রকৃত চিত্রটি প্রায় দুই কোটির কাছাকাছি। যা অনুমানের প্রায় তিনগুণ।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহানে ভাইরাসটি প্রথম ছড়িয়ে পড়ে। সেখান থেকে বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করলে ২০২০ সালের ৩০ জানুয়ারি কোভিড-১৯কে বৈশ্বিক সঙ্কট হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।
তিন বছরেরও বেশি সময় ধরে তাণ্ডব চালানো এ ভাইরাসে এ পর্যন্ত ৭৬ কোটি ৪০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৭০ লাখের বেশি মানুষের।
সূত্র : বিবিসি