মূল পাতা শিক্ষাঙ্গন মিরপুর জামেউল উলুমে ভর্তি চলবে মাত্র একদিন
জামিল আহমদ 28 April, 2023 09:36 AM
জামেউল উলুম মাদ্রাসার [মিরপুর-১৪, কাফরুল, ঢাকা-১২০৬] ১৪৪৪-৪৫ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি শুরু হবে আগামীকাল (৮ শাওয়াল) শনিবার। ঐ দিনের আগে পরে ভর্তির কোন সুযোগ নেই।
ভর্তি সংক্রান্ত তথ্যাবলী
১. মাদরাসার শিক্ষাবর্ষ আরবী শাওয়াল মাস থেকে শুরু হয়।
২. ভর্তির তারিখ ৮ শাওয়াল শনিবার। ঐ দিনের আগে পরে ভর্তির কোন সুযোগ নেই ।
৩. ভর্তির সময় : ৮ শাওয়াল সকাল ৭:০০ ঘটিকা থেকে আসর পর্যন্ত চলবে।
৪. ভর্তি ইচ্ছুক ছাত্রদের (সত্যায়িত) জন্ম নিবন্ধন এর ফটোকপি / জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সরবরাহ করতে হবে।
৫. ভর্তি ফরম ও জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের নামের বানান এক হতে হবে।
৬. পুরাতন ছাত্রদের জন্য ভর্তির সময় ৭ ই শাওয়াল, বাদ জোহর থেকে রাত ১০ টা পর্যন্ত। ৮ই শাওয়াল সকল জামাতে নতুন ছাত্রের জন্য ভর্তি ফরম বিতরণ করা হবে।
৮. ভর্তি ফি ও অন্যান্য চাঁদার পরিমাণ:
মক্তব বিভাগ
১. ভর্তি ফরম : ২০০/-
২. ভর্তি ফি : ৩০০০/-
৩. সেবা ফান্ড : ১০০/-
৪. ছাত্র কাফেলা : ১৫০/-
৫. বেফাক চাঁদা : ১০০/-
৬. উন্নয়ন : ৫০০/-
৭. কেবিনেট : ৫০০/-
মোট : ৪৫০০/
হিফজ বিভাগ
১. ভর্তি ফরম : ২০০/-
২. ভর্তি ফি নতুন : ৩৫০০/- পুরাতন : ৪৫০০/-
৩. সেবা ফান্ড : ১০০/-
৪. ছাত্র কাফেলা : ১৫০/-
৫. বেফাক চাঁদা : ১০০/-
৬. উন্নয়ন : ৫০০/-
৭. কেবিনেট : ৫০০/-
মোট : ৫০০০/- [নতুন], পুরাতন : ৬০০০/-
কিতাব বিভাগ
১. ভর্তি ফরম : ২০০/-
২. ভর্তি ফি : ২৫০০/-
৩. সেবা ফান্ড : ১০০/-
৪. ছাত্র কাফেলা : ১৫০/-
৫. বেফাক চাঁদা : ১০০/-
৬. উন্নয়ন : ৫০০/-
৭. কেবিনেট : ৫০০/-
মোট : ৪০০০/-
৯. বোর্ডিং কি
১. এককালিন বোডিং চার্জ :
( যারা ফুল ফ্রি বা আংশিক ফ্রি খাবে) : ১০০০/-
২. খরিদি খানা
ক. মাসিক দুপুর ১২০০/-
খ. রাতে ৮০০/-
গ. সকালের নাশতা, ৫০০/-। মোট : ২৫০০/-
১০. এতীম, গরীব, মিসকীনদেরকে গোরাবা ফান্ড তথা যাকাত, ক্ষেত্রা, মান্নতের টাকা থেকে ফ্রি খানা দেয়া হয় (নাস্তা ফ্রি দেওয়া হয় না)। তবে শর্ত হলো তাকে মেধাবী, মেহনতি, আখলাকী হতে হবে।
১১. মক্তবে ভর্তির শর্তাবলী :
শিক্ষার্থীর বয়স ৭ বৎসর থেকে ৮ এর মধ্যে হতে হবে।
ভর্তির জন্য অবশ্যই (২য় শ্রেণীর বাংলা, অংক, ইংরেজী) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শারিরীক ভাবে সুস্থ-সবল হতে হবে।
আরবী কিছুই না পড়ে আসলে ভালো।
আবাসিক হলে থাকতে হবে। তবে মাদরাসার নিকটস্থ বাসা হলে অনাবাসিক অনুমতি আছে, শর্ত হলো মাদরাসার নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে।
ভর্তির জন্য অবশ্যই (২য় শ্রেণীর বাংলা, অংক, ইংরেজী) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর জায়গার সংকুলান হওয়া সাপেক্ষে ভর্তি নেওয়া হবে।
মক্তবের সময় সূচি
বাদ ফজর থেকে ৭:৩০ মিনিট পর্যন্ত ক্লাস
৭:৩০ মিনিট থেকে ৮:১৫ মিনিট পর্যন্ত নাস্তার বিরতি
৮:১৫ মিনিট থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত ক্লাস
১০:৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত গোসল, ঘুম, নামায, খানা-পিনা।
২:০০ ঘটিকা থেকে আছর পর্যন্ত ক্লাস
আসর থেকে মাগরিবের ১৫ মিনিট পূর্ব পর্যন্ত সাময়িক বিরতি
মাগরিব থেকে ইশা পর্যন্ত ক্লাস
ইশার নামাযের পর অনাবাসিক ছাত্রদের ছুটি।
বিশেষ দ্রষ্টব্য : ক. ক্লাস ও ঘুমের সময় ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ সম্পূর্ণ নিষেধ। খ. নাজেরা ও হিফজ বিভাগে কোন নতুন ছাত্র ভর্তি নেয়া হবে না।
কিতাব বিভাগ
ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিতাব বিভাগে ১০০ নাম্বারে প্রত্যেক জামাতের পরীক্ষা হবে।
১. কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত : ১০ নাম্বার [৮ নম্বর পাওয়া আবশ্যক]
২. হাতের লেখা : ২০ নাম্বার
৩. কিতাব পরীক্ষায় : ৭০ নাম্বার
মোট : ১০০ নাম্বার
জামাত ভিত্তিক নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষার বিষয়সমূহ :
ইফতা (তাখাসসুস ফিল ফিক্হ) : হেদায়া-৩, নূরুল আনওয়ার
দাওয়াহ ও ইংরেজী বিভাগ : মেধাবী ও মেহনতী হওয়া, ৩য় ৪র্থ শ্রেণীর ইংরেজী বই (অগ্রাধিকার)
তাকমিল : মেশকাত, হেদায়া-৩
মিশকাত : জালালাইন-১. হেদায়া-২
জালালাইন : শরহে বেকায়া, মুখতাসারুল মাআনী
শরহে বেকায়াহ : কাশিয়া, উসূলুশ শাশী
মুশতারাক (কাফিয়া ও শরহে জামী) : হেদায়াতুন্নাহ, ইলমুস সীগাহ
মুতাওয়াসসিত ছালেছ : রওযাতুল আদব, নাহবেমীর
মুতাওয়াসসিত ছানী : মীযান, আরবী আদব
মুতাওয়াসসিত আউয়াল : তাইসীর, উর্দু তেসরী, অংক,ইংরেজি
ইবতেদায়ী খামেস (তাইসীর) : উর্দু কিতাব, অংক ( ৪র্থ শ্রেণী)
ইবতেদায়ী রাবে (উর্দু) : কেরাত, বাংলা, অংক, ইংরেজী (৩য় শ্রেণী)
১৪. উর্দু জামাতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে আবেদনকারী ছাত্র তাৎক্ষণিক ভর্তি হতে পারবে। উর্দু জামাতে ছাত্রের বয়স ১০ থেকে ১৬ এর মধ্যে হওয়া বাঞ্ছনীয় ।
১৫. জামেউল উলুম মাদরাসার হিফজ বিভাগ হতে উর্দু জামাতে ভর্তিচ্ছুক পুরাতন ছাত্রদেরও নতুন ছাত্রদের ন্যায় ৩য় শ্রেণীর বাংলা, ইংরেজী ও অংক পরীক্ষা নেওয়া হবে।
১৬. নতুন ভর্তি ইচ্ছুক ছাত্রদের দাখেলা পরীক্ষা ৮ই শাওয়াল সকাল ৭:০০ ঘটিকা থেকে জোহর পর্যন্ত। দুপুর ৩:০০ঘটিকায় ফলাফল ঘোষণা করা হবে।ভর্তি যোগ্যদের তাৎক্ষণিক ভর্তির অনুমতি দেয়া হবে।
ইফতা বিভাগ
১৭. ইফতা বিভাগের মৌখিক ও লিখিত পরীক্ষা ৭ই শাওয়াল ।
মৌখিক পরীক্ষা : সকাল ৮:০০ থেকে দুপুর ১:০০ পর্যন্ত
লিখিত পরীক্ষা : দুপুর ২:০০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত
ফলাফল প্রকাশ : ৮ শাওয়াল বাদ ফজর
তালিকায় যাদের নাম আসবে তাদের তাৎক্ষণিক ভর্তির সুযোগ থাকবে।
৮ শাওয়াল সকাল ১০:০০ ঘটিকার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় পরের সিরিয়াল দ্বারা কোঠা পুরণ করা হবে।
১৮. ইফতা ১ম বর্ষ বাধ্যতামূলক এবং ২য় বর্ষ ঐচ্ছিক।
১৯. যে সকল নতুন ছাত্র অত্র মাদরাসায় ভর্তি হওয়ার জন্য আবেদন করে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাবে, পর্যায়ক্রমে তাদের দ্বারাই কোঠা পূর্ণ করা হবে ।
২০. যে সকল পরীক্ষার্থীর ভর্তি নেয়া সম্ভব হবে না। তাদের ভর্তি ফরম এবং ছবি ফেরৎ দেয়া হবে না ।
দাওয়াহ বিভাগ:
২১. জামেউল উলুম মাদরাসায় দাওয়া বিভাগ নামেও ১ বছর মেয়াদী একটি বিভাগ চালু আছে। এই বিভাগের ভর্তি ইচ্ছুক ছাত্রকে ১ম বিভাগে (জায়্যিদ জিদ্দান) দাওরা উত্তীর্ণ হতে হবে। এই বিভাগে তা‘লীমি বিষয়: ক. ইংরেজী ভাষায় লেখা-পড়া ও কথা বলার যোগ্যতা তৈরী করা। খ. বিভিন্ন ভ্রান্ত মতবাদ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া ও তা মোকাবিলা করার যোগ্যতা তৈরী করা।