| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন সীমিত আসনে ভর্তি নেবে মানিকনগর মাদরাসা


সীমিত আসনে ভর্তি নেবে মানিকনগর মাদরাসা


আলাউদ্দীন বিন সিদ্দীক     16 April, 2024     01:03 PM    


জামিয়া ইসলামিয়া জহির উদ্দিন আহমদ মানিকনগর মাদরাসার ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বুধবার (১৭ এপ্রিল, ৭ শাওয়াল) সকাল ১০টা থেকে শুরু হবে।

রাজধানীর উত্তর মানিকনগর ৫৭/১ এ, ওয়াসা রোডে অবস্থিত এই মাদরাসায় নতুন শিক্ষাবর্ষের জন্য সীমিত আসনে ভর্তি নেয়া হবে বলে জানা গেছে।

কোটা পূরণের পূর্বেই ভর্তি হতে আগ্রহী সকল শিক্ষার্থীকে ফরম সংগ্রহ করে যথাসময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার বিশেষভাবে আহবান জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

যেসকল  বিভাগে ভর্তি নেয়া হবে: আদর্শ নূরানী বিভাগ, নাজেরাতুল কুরআন বিভাগ, হিফজুল কুরআন বিভাগ, হিফজ রিভিশন বিভাগ, কিতাব বিভাগ  (ইবতিদাইয়্যা থেকে তাকমিল দাওরায়ে হাদিস পর্যন্ত)।

ভর্তির নিয়মাবলি ও খরচের তালিকা।
ভর্তি ফরম: ১০০ একশত টাকা। 
নতুন ছাত্রদের ভর্তি ফী : ৩৫০০/-
পুরাতন ছাত্রদের ভর্তি ফী ২৫০০/-

নূরানী, নাজের ও হিফজ বিভাগের আবাসিক, অনাবাসিক / ডে-কেয়ার বেতন : ১৫০০/-
মাসিক খোরাকি : ২৫০০/-

কিতাব বিভাগের বেতন: ১২০০/- 
মাসিক খোরাকি : ২০০০/-

ভর্তি ইচ্ছুক সকল ছাত্রকে এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, এন আইডি ফটোকপি/জন্ম
সনদের ফটোকপি সাথে আনতে হবে।

প্রতিদিন সকাল ০৮টা থেকে ১২ টা, দুপুর ২.৩০ মিনিট থেকে আসর ও মাগরিবের পর থেকে রাত ৯টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। 

সার্বিক যোগাযোগ: ০১৮৩৩৫৫৭১১১২, ০১৯৩১৩৪৯৬৬৯, ০১৯৩১৩৪৭৯৭৭