রহমত নিউজ 24 October, 2025 08:27 PM
ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন নাইট এঙ্গেল মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান এবং পরিচালনা করেন সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী বলেন, “ইসকন নামধারী একটি সংগঠন দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক কর্মকাণ্ড এবং মূর্তিপূজার নামে মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। অবিলম্বে ইসকন নিষিদ্ধ করে তাদের অপতৎপরতা রোধ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, “দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টের জন্য ইসকন দায়ী। তাদের বিদেশি এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সরকার যদি এখনই পদক্ষেপ না নেয়, তাহলে দেশজুড়ে তৌহিদী জনতা আন্দোলনে নামবে।”
আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকের।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রহমান সজিব (সংগঠন বিভাগের সম্পাদক), মাওলানা মাসউদুর রহমান (প্রশিক্ষণ বিভাগের সম্পাদক), মাওলানা আব্দুল্লাহ আল মামুন (সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক), শহিদুল ইসলাম পাপন (প্রকাশনা বিভাগের সম্পাদক), মজলিসে আমেলার সদস্য সাইফুল ইসলাম লিটন, রাশেদুল ইসলাম, জসিম উদ্দিন, মাওলানা মাহমুদ হাসান প্রমুখ।