| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব গত চার বছর ধরে পাকিস্তানকে আমরা সহ্য করেছি : ড. মুহাম্মাদ নাঈম


গত চার বছর ধরে পাকিস্তানকে আমরা সহ্য করেছি : ড. মুহাম্মাদ নাঈম


শেখ আশরাফুল ইসলাম     24 October, 2025     11:14 AM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. মুহাম্মাদ নাঈম বলেছেন, আফগানিস্তান সব দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যোগাযোগ রাখতে চায়, তবে অন্যের ক্ষতির জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। গত চার বছর ধরে পাকিস্তান বারবার আফগানিস্তানের ধৈর্য পরীক্ষা করেছে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই ইমারাতে ইসলামিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে।

চীনের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি ইউ শিয়াওইয়ং-এর সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হুররিয়াত রেডিও সূত্রে এই তথ্য পাওয়া যায়।

তিনি আরও বলেন, সমস্যা সমাধানে সংলাপ ও বোঝাপড়ার পথই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইসলামিক এমিরেট সবসময় এই অবস্থানেই অটল আছে।

চীনা প্রতিনিধি ইউ শিয়াওইয়ং আশা প্রকাশ করেন যে, চীন ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

তিনি আফগানিস্তানের সার্বভৌমত্ব ও মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিরোধ মেটাতে চীন গঠনমূলক ভূমিকা রাখতে চায়। একই সঙ্গে কাতার ও তুরস্কের মধ্যস্থতার প্রচেষ্টাকেও তিনি স্বাগত জানান।

সূত্র : হুররিয়াত রেডিও