রহমত নিউজ 18 April, 2023 08:17 AM
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়বেন প্রায় এক কোটি মানুষ। দেশের অন্যান্য বিভাগ থেকে কর্মজীবী এবং শিক্ষার্থী মিলিয়ে আরও প্রায় পাঁচ কোটি মানুষ নিজের বাড়িতে যাবেন। এবারের ঈদে সব মিলিয়ে প্রায় ছয় কোটি মানুষ নাড়ির টানে বাড়ি যাবেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ রেলওয়ে, সড়ক ও মহাসড়ক বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সোমবার (১৭ এপ্রিল) ঢাকা থেকে ট্রেনে ঈদ যাত্রা শুরু হলেও যাত্রী চলাচলের মূল চাপ আগামী বুধবার থেকে শুরু হবে।
হিসাব অনুযায়ী, বাসে ৪০ লাখ, লঞ্চে ২৭ লাখ, ট্রেনে ১০ লাখ, ভাড়া করা ও নিজস্ব মোটরসাইকেল, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়িতে ৩০ লাখ এবং বিমানে অন্তত ৩০ হাজার মানুষ ঢাকা ছাড়বেন। আর ঈদের আগের দিন বা ঈদের দিন ভেঙে ভেঙে বিভিন্ন ছোট যান, পিকআপ ও ট্রাকে করেও মানুষ ঘরে ফিরবেন।
চট্টগ্রাম শহরে কর্মরত প্রায় সাত লাখ মানুষ বিভিন্ন জেলায় ঈদ করতে যাবেন। রাজশাহী থেকে যাবেন প্রায় চার লাখ মানুষ। যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন প্রায় ৭০ হাজার এবং তিন লাখ ৩০ হাজার মানুষ রাজশাহীর অস্থায়ী বাসিন্দা।
ঈদে ছয় লাখ মানুষ শুধু বাসেই সিলেট ছাড়বেন। এ ছাড়া ট্রেন ও প্রাইভেট কারে করেও অনেক মানুষ বাড়ি যাবেন।
ময়মনসিংহ থেকে অন্তত ৫০ হাজার মানুষ বাড়িতে যেয়ে ঈদ করবেন। -আরটিভি অনলাইন।