| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল 'সঠিকভাবে যাকাত আদায় হলে মাত্র পাঁচ বছরে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব'


'সঠিকভাবে যাকাত আদায় হলে মাত্র পাঁচ বছরে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব'


রহমত নিউজ     17 April, 2023     05:34 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী বলেছেন, সঠিকভাবে যাকাত আদায় হলে মাত্র পাঁচ বছরে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। বাংলাদেশে যে পরিমান সম্পদশালী রয়েছে তারা সঠিকভাবে যাকাত আদায় করলে মাত্র পাঁচ বছরে এদেশ দারিদ্রের শূন্যের কোটায় পৌঁছে যাবে।

আজ (১৭ এপ্রিল) সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ  কথা বলেন।

মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী বলেন, ইসলামী বিধান অনুযায়ী ধনীরা গরিবের প্রাপ্য অধিকার যাকাত প্রদান না করায় এতিম ও অসহায়রা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সম্পদশালীরা দিন দিন সম্পদের পাহাড় গড়ছে আর গরিব-অসহায়রা দারিদ্রের কষাঘাতে দিন কাটাচ্ছে। সঠিকভাবে যাকাত প্রদান করা হলে বাংলাদেশে অসহায় মানুষ খুঁজে পাওয়া যেত না। 

বিবৃতিতে তিনি আরও বলেন, ধনী-গরিব সবাই আল্লাহর বান্দা। ইসলাম সব শ্রেণী-পেশার মানুষের অধিকার দিয়েছে। সম্পদশালীদের মালের মধ্যে দরিদ্র-অসহায়দের হক রয়েছে। সমাজের বিত্তবানরা যাকাতসহ ইসলামের সকল বিধি-বিধান মেনে চললেই এতিম-গরীব ও অসহায়দের অধিকার নিশ্চিত হবে।