| |
               

মূল পাতা সারাদেশ জেলা নৌকার পক্ষে থাকতে কোরআনে ছুঁয়ে জনপ্রতিনিধিদের শপথ করালেন এমপি


নৌকার পক্ষে থাকতে কোরআনে ছুঁয়ে জনপ্রতিনিধিদের শপথ করালেন এমপি


রহমত নিউজ     12 February, 2023     04:14 PM    


নৌকার পক্ষে থাকতে কোরআন ছুঁয়ে জনপ্রতিনিধিদের শপথ করিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে এ শপথ করান তিনি। তার নিজের মোবাইলে ধারণ করা এমন ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, পবিত্র কোরআন হাতে নিয়ে জনপ্রতিনিধিরা বলেন, ‘আজকে আমি পবিত্র কোরআন নিয়ে বলছি। প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনো দিন যাবো না। সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী দলীয় সব কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। নৌকার সঙ্গে বেইমানি করবো না।’

কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার বিষয়টি স্বীকার করে গোদাগাড়ী পৌর মেয়র ও গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়েজ উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে সভাপতি করেছেন। আমরা শেখ হাসিনার পক্ষে থাকবো এজন্য কিছু নেতাকর্মী ও চেয়ারম্যানরা ঐক্যবদ্ধ হয়। আমরা ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবো এটাই আমাদের ওয়াদা। তার দাবি, ‘নিজেরাই কোরআনে হাত রেখে শপথ নিয়েছি। এখানে কেউ কিছু বলেননি বা জোর করেননি।’

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর মেয়র ওয়েজ উদ্দিন বিশ্বাস, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলসহ তানোর ও গোদাগাড়ী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর মেয়রকে কোরআনে হাত রেখে শপথ করানো হয়েছে। এ সময় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী তার মোবাইলে ভিডিও ধারণ করেন। কিন্তু ভিডিও প্রকাশের পর রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

তবে এ নিয়ে মন্তব্য করতে চাননি রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনীল সরকার। তিনি বলেন, ‘বিষয়টি জানি না। তবে পবিত্র কোরআন সবার ঊর্ধ্বে। এটা নিয়ে শপথ করতে পারে কী বা পারে না সেটা নিয়ে মন্তব্য করবো না। কারণ রাজনীতি করতে হলে অনেক সময় অনেক কথা বলা লাগে। তিনি কোন মাইন্ডে কাজটা করেছেন আমি তার মন্তব্য করতে পারবো না। এটা উনার ব্যাপার। তাকে প্রশ্ন করেন। আমি মন্তব্য করতে পারবো না।’

এ বিষয়ে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী রাজশাহী তানোর