| |
               

মূল পাতা আন্তর্জাতিক সাঁতার কাটতে গিয়ে হাঙ্গরের কামড়ে ১৬ বছরের কিশোরীর মৃত্যু 


প্রতীকী ছবি

সাঁতার কাটতে গিয়ে হাঙ্গরের কামড়ে ১৬ বছরের কিশোরীর মৃত্যু 


আন্তর্জাতিক ডেস্ক     05 February, 2023     10:30 AM    


নদীতে সাঁতার কাটতে গিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ায় এ ঘটনা ঘটে। শনিবার (৪ ফেব্রুয়ারি) ফ্রেম্যান্টলের পার্থ শহরতলিতে সোয়ান নদী থেকে উদ্ধার করার পর কিশোরীকে মৃত ঘোষণা করা হয়। খবর বিবিসির। 

ওই মেয়েটি নদীতে সাঁতার কাটার জন্য পার্থ থেকে এসেছিল। বন্ধুর সঙ্গে সাঁতার কাটার সময় হাঙ্গর মেয়েটিকে আক্রমণ করে। 

পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের ইন্সপেক্টর পাওয়ের রবিনসন বলেন, ওই কিশোরি যেখানে লাফালাফি করছিল তার কাছাকাছি হয়ত ডলফিন ছিল।  তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা সত্যিই মর্মান্তিক। এ খবর শোনার পর মেয়েটির পরিবার সত্যিই ভেঙে পড়বে। 

এ ঘটনার পর স্থানীয়দের ওই নদীতে না নামতে নিদের্শনা দেয়া হয়েছে। এছাড়া বিচের কাছাকাছি যেতেও নিষেধ করা হয়েছে। 

স্থানীয় জেলেরা বলেছেন, এখানে হাঙ্গর আসাটা খুবই দুর্লভ। ১৯২৩ সালে এখানে একবার হাঙ্গরের কামড়ে ১৩ বছর বয়সী একটি ছেলের মৃত্যু হয়।