রহমত নিউজ 31 January, 2023 06:16 PM
সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৫৬৬ জনে দাঁড়াল। এ ছাড়া এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৬ জন এবং অন্যান্য বিভাগে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৫৬৬ জনের মধ্যে ৫১০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ঢাকার ২৪৩ ও ঢাকার বাইরের ২৬৭ জন।