| |
               

মূল পাতা জাতীয় আগামী জুনের মধ্যে পদ্মা সেতুতে ট্রেন চলবে : রেলমন্ত্রী


আগামী জুনের মধ্যে পদ্মা সেতুতে ট্রেন চলবে : রেলমন্ত্রী


রহমত নিউজ     14 January, 2023     09:07 PM    


আগামী জুনের মধ্যে পদ্মা সেতুতে ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, আগামী জুন মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত পদ্মা সেতু ট্রেন চলাচলের জন্য উপযোগী করতে পারবে। তবে মূল প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত শেষ হবে ২০২৪ সালে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ রেল স্টেশন এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের ডবল লাইন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, একটি দেশের ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন করা সম্ভব নয়।

নুরুল ইসলাম সুজন বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ডবল লাইন কাজ শেষ হলে প্রতিদিন এই পথে ৫০ বার ট্রেন আসা-যাওয়া করবে। নারায়ণগঞ্জবাসীর সুবিধার জন্য দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করা হবে।

তিনি আরও বলেন, যেহেতু ভাঙ্গা পর্যন্ত আমাদের পুরাতন রেলপথ আছে, আমরা পুরনো রেললাইনের সঙ্গে এটি যাতে সংযুক্ত করতে পারি। এ কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ আপাতত বন্ধ রয়েছে। তবে দ্রুত কাজ শেষ করে আবারও ট্রেন যোগাযোগ চালু করার চেষ্টা করা হচ্ছে।