| |
               

মূল পাতা জাতীয় বিশ্ব ইজতেমায় কে কখন বয়ান করবেন


বিশ্ব ইজতেমায় কে কখন বয়ান করবেন


রহমত নিউজ     12 January, 2023     04:13 PM    


রাজধানীর সন্নিকটে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আগামীকাল (১৩ জানুয়ারি) শুক্রবার। ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে তুরাগ নদীর তীরে প্রায় ১ বর্গ কিলোমিটার এলাকাব্যাপী এ বিশ্ব ইজতেমার আয়োজন। বিশ্ব ইজতেমা শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুর হওয়ার কথা থাকলেও বুধবার সকাল থেকে হাজার হাজার তবলিগ অনুসারী মুসল্লি ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। বাস, ট্রাক, ট্রেন পায়ে হেঁটে মুসল্লিরা টঙ্গীর ইজতেমা ময়দানে আসছেন। এবার আগেভাগেই মুসল্লিরা মাঠে এসে উপস্থিত হচ্ছেন। মুসল্লির দল মাঠের ভেতরে ঢুকে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিচ্ছেন।  ইতোমধ্যে মুসল্লিতে ইজতেমা ময়দান ভরে গেছে বলে জানা গেছে।

এবারের ইজতেমা আগামীকাল (১৩ জানুয়ারি) শুক্রবার শুরু হওয়ার কথা থাকলেও দুই দিন আগেই মানুষ জমায়েত হয়েছেন ইজতেমার মাঠে। জায়গা নাই বললেই চলে। পাঠকের জন্য কে কখন বয়ান করবেন এ সময় সূচী তুলে ধরা হলো। 

১২-০১-২০২৩ বৃহস্পতিবার

যোহরের পর মাওলানা রবিউল হক, আসরেরে পর মাওলানা ফারুক, মাগরিবের পর মাওলানা ইব্রাহিম দেওলা (বাংলা অনুবাদ, মাওলানা জোবায়ের আহমদ ও আরবি অনুবাদ, মাওলানা আব্দুল মতিন)

১৩-০১-২০২৩ জুমাবার
ফজরের পর মাওলানা জিয়াউল হক রায়বেন্ড, মুআল্লিমিনদের সাথে মোজাকারা মাওলানা জিয়াউল হক। বাদ জুমা বয়ান মাওলানা ইসমাইল গুদরাহ, বাদ আসর বয়ান মাওলানা যুবাইর আহমদ, বাদ মাগরিব মাওলানা আহমদ লাট (বাংলা অনুবাদ, মাওলানা ওমর ফারুক)।

১৪-০১-২০২৩ শনিবার
বাদ ফজর মাওলানা খুরশিদুল হক রায়বেন্ড, বাদ জোহর ভাই ওমর ফারুক, বাদ আসর মাওলানা জুহাইরুল হাসান, বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা (বাংলা অনুবাদ, মাওলানা জুবায়ের আহমদ)

উলামাদের উদ্দেশ্যে  বিশেষ বয়ান মাওলানা ইব্রাহিম দেওলা, ছাত্রদের উদ্দেশ্যে বয়ান মাওলানা খুরশিদুল হক রায়বেন্ড।

১৫-০১-২০২৩ রবিবার,
হিদায়াতি বয়ান সকাল সাড়ে সাতটায় মাওলানা আবদুর রহমান (বাংলা অনুবাদ, মাওলানা আব্দুল মতিন)। নসিহত করবেন মাওলানা ইব্রাহিম দেওলা ( বাংলা অনুবাদ মাওলানা জুবায়ের আহমদ)

দোয়া পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমদ।