মফস্বল ডেস্ক 12 January, 2023 07:41 PM
ঝিনাইদহে ফেলে রাখা সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঝিনাইদহ-কোটচাঁদপুর সড়কের কালুহাটি মাদ্রাসার সামনে এলাকাবাসী সড়ক অবরোধ করেন।
এ সময় ঝিনাইদহ থেকে গান্না হয়ে কোটচাঁদপুরগামী সকল যানচলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন স্কুল, কলেজগামী শিক্ষার্থীসহ সড়কে চলাচলকারীরা। অবরোধ চলাকালে সড়কে বিক্ষোভ করেন এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষ থেকে হাবিল মিয়া, রেফা আহম্মেদ, আসাদুজ্জামানসহ অন্যরা বক্তব্য রাখেন।
তারা অভিযোগ করে বলেন, সড়ক সংস্কার করতে গিয়ে রাস্তা খুঁড়ে গত ১৪ মাস ধরে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার মাসুম দিনের পর দিন মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।
সড়ক এভাবে মাসের পর মাস ফেলে রাখার কারণে ধুলায় বাড়ি-ঘর, ফসলি জমি নষ্ট হচ্ছে। ধুলার কারণে বিপাকে পড়তে হচ্ছে ওই সড়কে চলাচলকারীদের। তাই দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তারা। প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ চলার পর সংশ্লিষ্টদের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা ঝিনাইদহ ঝিনাইদহ সদর