রহমত নিউজ 06 January, 2023 07:14 PM
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি নূর মোহাম্মদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। তিনি বলেন, ১৯৯০ সালের ৫ জানুয়ারি ইসলামী ছাত্র মজলিসের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে। চলার পথে ছাত্র মজলিস আজ চৌত্রিশ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় ছাত্র মজলিস সর্বদা ধর্ম, দেশ, জাতি এবং সর্বোপরি ছাত্রসমাজের স্বার্থসিদ্ধির জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিশেষত ছাত্র মজলিসের ১৩দফা শিক্ষা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছি। দেশের ছাত্র সমাজের ন্যায় ভিত্তিক, যৌক্তিক সকল আন্দোলন সংগ্রামে ছাত্র মজলিসের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে জাতির কাছে।
তিনি আরও বলেন, আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্বেও আমাদের মৌলিক অধিকারগুলো এখনো রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি। এখনো দেশের সিংহভাগ মানুষের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ইসলামী শিক্ষানীতি প্রণয়ন করতে পারেনি রাষ্ট্র। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই ইসলামী শিক্ষানীতি বাস্তবায়নে রাষ্ট্রকে বাধ্য করতে হবে। প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২০-এ ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বিষয়টিকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা থেকে বাদ দেয়া হয়েছিল। প্রস্তাবে বলা হয়েছিল, দশম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিষয়গুলোর বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়গুলোর ক্লাস-পরীক্ষা নিয়মিত চালু থাকবে। বিষয়গুলোর সামষ্টিক মূল্যায়ন হবে। এ মূল্যায়নের উপর ভিত্তি করেই একজন শিক্ষার্থীর গ্রেড নির্ধারিত হবে। এ প্রস্তাবে ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’কে গুরুত্বহীন হিসেবে বোর্ড পরীক্ষার বাইরে রাখা হয়েছিল। এদেশের ধর্মপ্রাণ মানুষ এমন হঠকারী সিদ্ধান্ত কখনোই মেনে নিতে পারে না। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হবো। তবুও ইসলামী শিক্ষানীতি বাস্তবায়ন করবোই ইনশাআল্লাহ।
শাখা সেক্রেটারি তৌফিক বিন হারিস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ মনির হোসাইন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক,ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হোসাইন, বিশিষ্ট লেখক গবেষক শায়খ মাওলানা ওসমান গনী, খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ মহানগরী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।