মূল পাতা আন্তর্জাতিক তৃতীয়দফায় ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
আন্তর্জাতিক ডেস্ক 02 January, 2023 10:33 AM
তৃতীয়বারের মত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। রোববার (০১ জানুয়ারি) (বাংলাদেশ সময় সোমবার) ক্ষুধা, দারিদ্র এবং বর্ণবাদে জর্জরিত ব্রাজিলকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে শপথ নেন লুলা। খবর রয়টার্সের।
প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর কংগ্রেসে ভাষণ দেন লুলা।
তিনি বলেন, অক্টোবরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। তিনি বলেন, যারা নিজেদের স্বার্থ উদ্ধাদের দেশকে ব্যবহার করাছে তাদের আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে পরাজয় প্রত্যাখ্যান করে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন ডানপন্থী রাজনীতিবিদ বলসেনারো। উপস্থিত ছিলেন না লুলার শপথ অনুষ্ঠানে।
এর আগেও দুইবার ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন লুলা। ২০০৩ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হন। পরে ২০০৮ সালের নির্বাচনেও বিজয়ী হন তিনি।