রহমত নিউজ 26 December, 2022 10:43 PM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দেওয়া বিবৃতিতে বাংলাদেশ বিব্রত। সোমবার (২৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, তারা তাদের বক্তব্য দেবেন জেনেভা কনভেনশন অনুযায়ী। আমরা চাই না রাশিয়া-আমেরিকা কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। আমরা মনে করি এটা তাদের বিষয় নয়। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, বিচার বিভাগ নিয়ে মাতব্বরি করার কোনো সুযোগ বিদেশিদের নেই। আমাদের রক্ত কণিকায় মানবাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার বিদ্যমান রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা স্বাধীন দেশে বাস করি। কোনো বিষয়ে যদি বলার থাকে, তবে অবশ্যই তা তারা আমাদের জানাবেন। বন্ধুরাষ্ট্রগুলো কোনো প্রস্তাব দিলে আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।