| |
               

মূল পাতা অর্থনীতি আগামী বছর রেকর্ড পরিমাণ বাড়তে পারে স্বর্ণের দাম


আগামী বছর রেকর্ড পরিমাণ বাড়তে পারে স্বর্ণের দাম


রহমত নিউজ     25 December, 2022     12:45 PM    


আগামী বছর স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছেন সুইচ এশিয়া ক্যাপিটালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা জুয়ের্গ কিনার। তার মতে, সুদের হার বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে স্বর্ণের দাম আউন্স (১ আউন্স=২৮.৩৪ গ্রাম) প্রতি ৪ হাজার ডলার বাড়তে পারে। সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জুয়ের্গ কিনার জানান, আগামী বছরে প্রতি আউন্স স্বর্ণের দাম ২৫শ’ ডলার থেকে ৪ হাজার ডলার হতে পারে।

তিনি আরও বলেন, ‘মূল্যবান এই ধাতুর দাম এক নতুন উচ্চতায় পৌঁছাবে। ’  কিনার বলেন, ‘আগামী বছরের প্রথম দিকে কিছুটা মুদ্রাস্ফীতি হবে, যার ফলে ব্যাংকগুলো সুদের হার কমিয়ে দিতে পারে। এর ফলেই বাড়তে পারে দাম। ’ 

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলি বছরের শেষ ত্রৈমাসিকে ৪০০ টন স্বর্ণ কিনেছে, যা ২০১৮ সালে কেনা ২৪১ টনের প্রায় দ্বিগুণ।  

কিনার বলেন, ‘২০০০ সালের পর থেকে স্বর্ণ থেকে প্রতি বছর মুনাফা পাওয়া যাচ্ছে ৮-১০ শতাংশ। বন্ড মার্কেট বা ইকুইটি মার্কেট থেকে যা পাওয়া যায়নি।  

তিনি আরও বলেন, ‘বর্তমান মুদ্রাস্ফীতিতে বিশ্বের বেশিরভাগ দেশের বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে নজর দিতে পারে। মুদ্রাস্ফীতি ও টালমাটাল অর্থনীতিতে বিনিয়োগের জন্য স্বর্ণ একটি ভালো উপায়। ’ 

স্বর্ণের প্রচুর চাহিদা থাকলেও আসছে বছর এর দাম দ্বিগুনের বেশি হবে না বলে মনে করেন স্লেটস্টোন ওয়েলথের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট কেনি পোলকারি। তিনি বলেন, ‘আমি মনে করি না এটা ৪ হাজার ডলারে পৌঁছাবে। তবে সেটা হলে মন্দ হয় না। ’ 

পোলকারির মতে, স্বর্ণের দাম নির্ভর করবে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি কেমন হয় এবং মুদ্রাস্ফীতির জন্য সুদের হার কেমন হয় তার ওপর।  তিনি বলেন, 'স্বর্ণ আমি পছন্দ করি, সবসময় পছন্দ করি। আপনি স্বর্ণে বিনিয়োগ করতে পারেন। এটা ভালো করবে। ’ 

চাহিদার কারণে স্বর্ণের যোগান কম কি না এমন প্রশ্নের জবাবে কিনার বলেন, ‘স্বর্ণের যোগান সব সময়ই ছিল, শুধু আপনি যে দামে চান সেই দামে হয়তো নয়। ’

ভারতের বৃহত্তম ব্রোকারেজ ফার্ম জেরোধারের সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ বলেন, “বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের ১০-২০ শতাংশ স্বর্ণে করা উচিত। ২০২৩ সালের বিবেচনায় এটি একটি 'প্রাসঙ্গিক কৌশল'। ”

তিনি আরও বলেন, ‘স্বর্ণের দাম মুদ্রাস্ফীতির সঙ্গে সমানুপাতিক। একটু লক্ষ করলে দেখা যাবে, ৭০ বা ৮০ দশকে একটি বাড়ি কিনতে আপনার যে পরিমাণ স্বর্ণ লাগতো, এখনো সেই পরিমাণ স্বর্ণই লাগবে। ’ -নিউজ২৪।