রহমত নিউজ 07 December, 2022 06:13 PM
জীবনে একটি টাকাও হারাম খাননি বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। তিনি বলেন, আমার জীবনে একটি টাকাও হারাম খাইনি।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরানবাজারে ওয়াসা ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রকৌশলী তাকসিম এ খান বলেন, যদি আইনের ব্যত্যয় হয়ে থাকে, তবে আইন অনুযায়ী কেন ব্যবস্থা নেয়া হলো না। যদি গতকালের ঘটনায় আইনের ব্যত্যয় হয়ে থাকে, তবে আগামী এক-দুই মাসের মধ্যে ব্যবস্থা নেয়া হবে। পাঁচ বছরের মধ্যে যদি আইন ভাঙা হয়ে থাকে তাহলে ব্যবস্থা কেন নেয়া হলো না? আইন সঠিকভাবেই মানা হচ্ছে। কোথাও আইন ভাঙা হয়নি।
এর আগে দুদকের দেয়া প্রতিবেদন দেখে ওয়াসার এমডির নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে করা রিট মঙ্গলবার (৬ ডিসেম্বর) নিষ্পত্তি করে আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ।
ওয়াসার বিভিন্ন প্রকল্পে ৩২শ কোটি টাকা দুর্নীতি অভিযোগে আপনারও নাম থাকার বিষয়ে জানতে চাইলে তাকসিম এ খান বলেন, এই অভিযোগ সম্পূর্ণ অসত্য। প্রজেক্ট সংক্রান্ত অভিযোগ সবই অসত্য। যদি দুর্নীতি হয়েই থাকে আপনারা অনুসন্ধান করে কী করলেন? এই অভিযোগটি ২০১৫ সালের। গত সাত বছরে কোনো তদন্তে ও অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হয়নি। কোনো মামলাও হয়নি।
ওয়াসার কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের ২০১০ সালের রোড ম্যাপে ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বহু কর্মকর্তা-কর্মচারীকে অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। যারা অবৈধ কাজ করতেন তাদের এই কাজের সুযোগ বন্ধ করে দিয়েছি। তারা কি আমার ওপর সন্তুষ্ট থাকবেন? অসাধু কর্মকর্তারাই চেষ্টা করছেন আমাকে হেয় করতে এবং ওয়াসার পদ থেকে সরিয়ে দিতে।
ওয়াসার দুই পরিচালক নিয়োগের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুদকে এ বিষয়ে অনুসন্ধান হচ্ছে। বহু সময় বহু বিষয় নিয়ে অনুসন্ধান হয়। অনুসন্ধান হচ্ছে কী নিয়ে সেটাকে শুনতে হবে। অনুসন্ধান হচ্ছে কোনোরকম দুর্নীতি নিয়ে না। অনুসন্ধান এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু নিয়োগের বিষয়ে। প্রশ্ন দেখা দিয়েছে যে, এই নিয়োগগুলো কি সঠিক ছিল কি না। আমাদের ডাইরেক্টার দুজনকে আমরা নিয়েছিলাম। বোর্ড তার ক্ষমতাবলে চুক্তিভিত্তিক তারা কাউকে নিয়োগ দিতে পারে। সে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এখন এটাকেই বলা হচ্ছে আইনগত হয়েছে কি না। আমার জানামতে কোনো কিছুই পাওয়া যায়নি এখন পর্যন্ত। অনুসন্ধান করেছে কিন্তু কিছু পাওয়া যায়নি। অনুসন্ধান তো করতেই পারে।