| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ধারাবাহিকভাবে চলছে ইত্তেহাদুল উলামা উত্তরখানের ফ্রি চিকিৎসা সেবা প্রদান


ধারাবাহিকভাবে চলছে ইত্তেহাদুল উলামা উত্তরখানের ফ্রি চিকিৎসা সেবা প্রদান


রহমত নিউজ     01 December, 2022     12:23 PM    


ইত্তেহাদুল উলামা উত্তরখানের উদ্যোগে ‘ফ্রি চিকিৎসা সেবা’ প্রদান করা হয়েছে। উত্তরখান থানাধীন দারুল কুরআন মাদরাসায় দ্বিতীয়বারের মত সেবা প্রদান করে সংগঠনটি। গত অক্টোবর-নভেম্বর মাসে দুইধাপে প্রায় ২৫০ জন দুস্থ ও গরিব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এর আগে গত অক্টোবরে স্থানীয় জনপ্রতিনিধি, দেশবরেণ্য আলেম-উলামাগণ ও গুণীজনদের উপস্থিতিতে এ ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমটি উদ্বোধন করা হয়।

ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোহাম্মদ নিজাম উদ্দিন এমবিবিএস, ডিসিএইচ (অস্ট্রেলিয়া)। তিনি বলেন, 'আমি একজন চিকিৎসক। রোগীর সেবা করাই আমার কাজ। আমি প্রতিদিন আমার চেম্বারে দুস্থ ও গরীব অনেক রোগীই ফ্রি দেখি কিন্তু উত্তরখানের আলেম-উলামাদের এই উদ্যোগ আমাকে খুব উৎসাহিত করেছে এবং আমি খুব গর্ববোধ করি দেশবরেণ্য আলেমদের সাথে সমন্বয় করে দেশ ও জাতির জন্য কাজ করতে পেরেছি বলে।'

সেবাগ্রহণকারী একজন ষাটোর্ধ মহিলা রোগী বলেন, 'আমার অনেক দিনের শরীরে বেতা (ব্যাথা) ও ঠান্ডার সমস্যা কিন্তু আমি গরীব মানু (মানুষ)। টাকার অভাবে ডাক্তর দেহাইতে পারি না। আর বড়ির (ঔষুধের) যে দাম কিন্না খামু কেমনে কিন্তু যখন আমাগো হুজুরে কইলো এই মাদরাসাত (মাদ্রাসায়) হুজুরেরা মাগনায় (ফ্রি) ডাক্তর দেহাইবো আর বড়ি (ঔষধ) দিবো তহন (তখন) আমি আইলাম (আসলাম)। হুজুরেরা খুব ভালো কাম (কাজ) করতাসে (করছে)।'

অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমটি পরিচালনা করেন ইত্তেহাদুল উলামার সভাপতি আব্দুর রহিম। তিনি বলেন, 'স্থানীয় আলেম উলামার পক্ষে আমি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেছিলাম প্রতিমাসেই উত্তরখান থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে। সেকথার প্রেক্ষিতে, গত অক্টোবর মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৫ নং ওয়ার্ডে ও নভেম্বর মাসে ৪৬ নং ওয়ার্ডে একার্যক্রম পরিচালনা করা হয়। ইনশাআল্লাহ ডিসেম্বর মাসে ৪৪ নং ওয়ার্ডের দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।'

কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন উত্তরখানের বিভিন্ন মাদরাসার মুহতামিম, ইমাম ও খতীবগণ


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা