| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘মানুষ ক্রমেই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে’


‘মানুষ ক্রমেই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে’


রহমত নিউজ ডেস্ক     21 November, 2022     08:33 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে মানুষ ক্রমেই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে। সরকারের বিরুদ্ধে মানুষের মাঝে ক্ষোভ বেড়েই চলছে। সরকার জনগণের দুঃখ দুর্দশা লাঘবে চরমভাবে ব্যর্থ হয়েছে। আজ (২১ নভেম্বর) সোমবার বিকালে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও তেল, গ্যাসসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি দৈনন্দিন জীবনে দুর্বিষহ হয়ে পড়েছে। অর্থনৈতিক দুর্ভোগ, লুটেরা, পাচারকারী, সিন্ডিকেট ব্যবসায়ী, মুনাফাখোর, দুর্নীতিগ্রস্থ প্রশাসন, হত্যা-গুম, নারী-শিশু নির্যাতন এর প্রতিবাদের ভাষা পাচ্ছি না। মানুষের দুঃখ, দুর্দশার অন্ত নেই। এর মধ্যে প্রতিটি পণ্যের দাম বাড়ছে পাল্লা দিয়ে। চাল, ডাল, ভোজ্য তেল, চিনিসহ সব পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সরকার নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে ফের বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় জনগণকে রাজপথে নেমে আসতে হবে। সরকারের পতন ঘটিয়ে দেশপ্রেমিক ঈমানদার সরকার প্রতিষ্ঠা করতে হবে।