রহমত ডেস্ক 21 November, 2022 08:28 AM
পুলিশ সদস্যের কেউ অপকর্মে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, পেশাদারিত্বের সঙ্গে কাজ করে নগরবাসীর জন্য কাঙ্ক্ষিত সেবার মান আরও বাড়াতে হবে।
রোববার (২০ নভেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
খন্দকার গোলাম ফারুক বলেন, মামলা তদন্তে ঘটনাস্থল সংরক্ষণ ও আলামত সংগ্রহ করতে হবে। পেশাদার অপরাধীরা অপরাধ বন্ধ করতে নজরদারি বাড়াতে হবে। সেবাপ্রার্থী কিংবা কোনও নির্দোষ ব্যক্তি যাতে পুলিশি হয়রানির শিকার না হন, সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি বাড়ানোর আহ্বান জানান তিনি।
কমিশনার বলেন, ঢাকায় যেন কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে সেজন্য সর্বদা সতর্ক থাকতে হবে।