| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বিশ্ববিদ্যালয়ের লিফটের দেয়াল ভেঙে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার


বিশ্ববিদ্যালয়ের লিফটের দেয়াল ভেঙে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার


রহমত ডেস্ক     18 November, 2022     09:17 AM    


বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ভবনের লিফটের দেয়াল ভেঙে ১৩ বছর বয়সী এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাবেকুন্নাহার (১৩) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় লিফটের ভেতর আটকে পড়া দারোয়ান নুরুল আমিনকে জীবিত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) শহরের প্রধান সড়ক সংলগ্ন বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনে এ ঘটনা ঘটে।

সাবেকুন্নাহারের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সর্দার মির্জা জহির উদ্দিন।

তিনি জানান, দুপুর সোয়া ২টার দিকে ভবনের উপরে যাওয়ার জন্য লিফটের ভেতর ঢোকেন দারোয়ান নুরুল আমিন। এসময় লিফটের ওপর থেকে রক্ত পড়তে দেখেন তিনি। হঠাৎ করে উপর থেকে লিফটের ভেতরে লাশ এসে পড়ে। এতে লিফট থেমে গিয়ে অচল হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দারোয়ান নুরুল আমিনকে উদ্ধার করেন। এবং প্রায় পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় লিফটের দেয়াল ভেঙে সাবেকুন্নাহারের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তির ফ্ল্যাটে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতো সাবেকুন্নাহার। বুধবার রাত থেকে সাবেকুন্নাহার নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে, কেউ সাবেকুন্নাহারকে হত্যা করে মরদেহ লিফটের উপরে রেখে দিয়েছিল। দুপুরে লিফট চলতে চলতে লাশটি লিফটের ভেতর পড়ে। এতে লিফট অচল হয়ে আটকে পড়েন দারোয়ান নুরুল আমিন।