| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব রুদ্ধদ্বার বৈঠক করলেন এরদোগান-বিন সালমান


রুদ্ধদ্বার বৈঠক করলেন এরদোগান-বিন সালমান


মুসলিম বিশ্ব ডেস্ক     15 November, 2022     01:53 PM    


ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন। সম্মেলনের ফাঁকে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

'রিকভার টুগেদার-রিকভার স্ট্রং' শিরোনামে মঙ্গলবার (১৫ নভেম্বর) এই সম্মেলন শুরু হয়েছে। গ্রুপের বর্তমান সভাপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের স্বাগত জানিয়েছেন। সম্মেলনে খাদ্য ও শক্তি নিরাপত্তা, স্বাস্থ্য এবং ডিজিটাল রূপান্তর নামে তিনটি সেশনে মত বিনিময় করবেন নেতারা।

স্বাগত অনুষ্ঠানের পর নেতৃবৃন্দ সম্মেলনের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা অধিবেশনে যোগ দেন। অধিবেশনের আগে এরদোগান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিভিন্ন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট। সম্মেলনে থাকাকালীন এরদোগান সাইডলাইনে আরও বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন। জি-২০ শীর্ষ সম্মেলনের স্বাস্থ্য অধিবেশনে অংশ নেবেন ও ভাষণ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ।

সূত্র: আনাদুলু এজেন্সি