| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন শনিবার সর্দারবাড়ি মাদরাসার ‘বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল’


শনিবার সর্দারবাড়ি মাদরাসার ‘বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল’


রহমত নিউজ ডেস্ক     11 November, 2022     03:53 PM    


বীর মুক্তিযােদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল মতিন সর্দার প্রতিষ্ঠিত বশীরুল উলুম হাকিমিয়া সর্দারবাড়ি মাদরাসা মানিকনগর, মুগদা, ঢাকার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ‘বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল’ হাকিম সর্দার ফাউন্ডেশন আয়োজন করেছে। আজ (১১নভেম্বর) শনিবার, বাদ আসর রিয়াজুল জান্নাহ সর্দার বাড়ি জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিদায়ে মিল্লাত মাওলানা সায়্যিদ আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা মাওলানা সায়্যিদ মওদুদ মাদানী। প্রধান আলােচক হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়া মাহমূদিয়া ইছহাকিয়া মানিকনগরের মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ ইছহাক, নায়েবে মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, জামিয়া মাদানিয়া বারিধারার সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমী, মানিকনগর পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হেদায়েত হােসেন।

বয়ান পেশ করবেন, সাভার দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, বায়তুল মামুর জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা  মাহমুদুল হাসান মিরপুরী, মারকাজুশ শাইখ আরশাদ আল-মাদানীর মুহতামিম মুফতি ইমরানুল বারী সিরাজী, জুরাইন আল আকসা জামে মসজিদের খতীব মুফতি আল আমিন খান।

আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন,  জাতীয় ইমাম-উলামা পরিষদের মহাসচিব ও মাসিক আদর্শ নারী’র সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, ছান্দাগলী ঝিলপাড় জামে মসজিদের খতীব মাওলানা মিজানুর রহমান, পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি রুকনুজ্জামান মাদানী,  মারকাযুশ শাইখ যাকারিয়া মাদরাসার মুহতামিম মুফতি মাসউদুর রহমান আলীপুরী, জহির উদ্দীন আহমদ ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি জুবায়ের আহমাদ পাওয়ার হাউজ জামে মসজিদের খতীব মুফতি নাসির উদ্দীন ও মিয়াজান লেন বায়তুন্নাহার জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা সাইফুল্লাহ। সভাপতিত্ব করবেন, অত্র মাদরাসার সভাপতি ও মুতাওয়াল্লী আলহাজ এস এম তাজুল ইসলাম।