| |
               

মূল পাতা সারাদেশ ট্রেনে কাটা পড়ে সরকারি কর্মকর্তা নিহত


ট্রেনে কাটা পড়ে সরকারি কর্মকর্তা নিহত


রহমত নিউজ ডেস্ক     08 November, 2022     07:17 PM    


টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আব্দুস সোবহান টাঙ্গাইল সদর উপজেলা রিসোর্স কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রেনটি দুপুরে ঘারিন্দা স্টেশন এলাকায় পৌঁছালে রেল লাইনের ওপর দাড়িয়ে থাকা ওই কর্মকর্তা কাটা পড়ে। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আজাহার আলী জানান, চলন্ত ট্রেনটি কয়েকবার হর্ণ দেওয়ার পরও ওই কর্মকর্তা লাইনেই দাঁড়িয়ে ছিলেন। দেখে মনে হয়েছে তিনি আত্মহত্যার উদ্দেশ্যেই ট্রেনে কাটা পড়েছেন।

টাঙ্গাইলের স্টেশন মাষ্টার নাজমুল হুদা বকুল জানান, দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুনেছি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রেলওয়ে পুলিশের টাঙ্গাইল স্টেশন ফাঁড়ির ইনচার্জ মো. মুরাদ হোসেন জানান, লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে। টঙ্গি ফাঁড়ি থেকে একজন পুলিশ কর্মকর্তা লাশটির সুরতহাল প্রতিবেদন করবেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা টাঙ্গাইল টাঙ্গাইল সদর