| |
               

মূল পাতা সারাদেশ টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে সাইকেল উপহার পেলো মিরপুরের ২৩০ শিশু


টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে সাইকেল উপহার পেলো মিরপুরের ২৩০ শিশু


রহমত ডেস্ক     05 November, 2022     09:38 AM    


চল্লিশ দিন একাধারে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করায় ২৩০ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দিয়েছে মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল জামে মসজিদ কর্তৃপক্ষ। শুক্রবার (৪ নভেম্বর) এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু-কিশোরদের মসজিদমূখী করতে এমন আয়োজন করলো মসজিদ কমিটি।

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে ফজর ও এশার নামাজ পড়ার চ্যালেঞ্জে জয়ী শিশুরা পুরস্কার হিসেবে পেয়েছে সাইকেল।

মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে এই অভিনব আয়োজন করা হয়। তবে এবারই প্রথম নয়। এর আগেও একই রকমের আয়োজনে সাইকেল উপহার পেয়েছিলো ৯৪ জন। দ্বিতীয়বার এসে অংশগ্রহণকারী শিশু-কিশোরের সংখ্যা বেড়েছে প্রায় ৩ গুণ।

এলাকার শিশু-কিশোরের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে মসজিদ কর্তৃপক্ষের এই আয়োজন।

এ বিষয়ে মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোশাররফ হোসেন বলেন, এই কাজের জন্য অভিভাবকদের অনেক অবদান। মায়েরা কষ্ট করে বাচ্চাদেরকে প্রস্তুত করে মসজিদে পাঠায়।

মসজিদ কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারের (অব.) খোরশেদ আলম জানান, সাড়ে ৩ শ’রও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন করলেও সফলভাবে টানা ৪০ দিন জামাতে অংশ নিতে পেরেছে ২৩০ জন। মসজিদে আসার এ চ্যালেঞ্জে জয়ী শিশুরা ব্যক্তিজীবনেও নিয়মানুবর্তী হয়ে উঠবে বলে বিশ্বাস করেন তিনি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা