| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী কাল ইসলামী আন্দোলনের ২ দিনব্যাপী জাতীয় সীরাত সম্মেলন শুরু


কাল ইসলামী আন্দোলনের ২ দিনব্যাপী জাতীয় সীরাত সম্মেলন শুরু


রহমত নিউজ ডেস্ক     02 November, 2022     10:15 PM    


পবিত্র সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী জাতীয় সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

আগামীকাল (৩ নভেম্বর) বৃহস্পতিবার বাদ আছর থেকে রাজধানী ঢাকার গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তন চত্বরে  জাতীয় সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন দলের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

মাহফিলের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে সীরাত বিষয়ক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। সীরাত বিষয়ক বয়ান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকি আন নদভী, বরিশাল জাগুয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সদস্য মুফতি রেজাউল করীম আবরার।

দ্বিতীয় দিন ৪ নভেম্বর সকাল ৯টা থেকে জাতীয় সীরাত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সীরাত বিষয়ে বয়ান করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জামিয়া আরাবিয়া এমদাদুল ঊলূম ফরিদাবাদের মুহতামি মাওলানা আবদুল কুদ্দুস, শায়খ যাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, জামিয়া কারীমিয়া রামপুরার সিনিয়র মুহাদ্দিস মুফতী ওয়ালীউল্লাহ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা