| |
               

মূল পাতা সারাদেশ জেলা জামালপুরে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ আলোচনা অনুষ্ঠিত


জামালপুরে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ আলোচনা অনুষ্ঠিত


ওসমান হারুনী     31 October, 2022     04:06 PM    


ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ধর্মকে অপব্যবহার করে যারা গুজব ছড়ায় এবং সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করে তাদের বিরুদ্ধে সকলকে ঐকবদ্ধ হয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ (৩১ অক্টোবর) সোমবার জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ” প্রকল্পের আওতায় আয়োজিত মাদক, সন্ত্রাস, যৌতুক, নারী নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লা-আল- শাহীনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, শিক্ষক-শিক্ষার্থী, ডাক্তার, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর জামালপুর সদর