| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু খন্দকার মাহবুব হোসেন ডেঙ্গু আক্রান্ত


খন্দকার মাহবুব হোসেন ডেঙ্গু আক্রান্ত


রহমত নিউজ     26 October, 2022     05:23 PM    


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খন্দকার মাহবুব হোসেন কার্ডিওলোজি ডাক্তার শামস মনোয়ারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

আজ (২৬ অক্টোবর) বুধবার বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম.মাসুদ রানা বলেন, খন্দকার মাহবুব হোসেন ডা. শামস মনোয়ারের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২২ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুব হোসেন। পরদিন রোববার (২৩ অক্টোবর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চেকআপ করে এসেছেন ৮৬ বছর বয়সী সিনিয়র এই আইনজীবী। বড় ধরনের কোনো সমস্যা নেই তার শরীরে।এর আগে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী। পরে আইসিইউ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি।