রহমত ডেস্ক 25 October, 2022 09:15 AM
সোমবার রাতে বৃষ্টি ঝরিয়ে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে রাতে আবহাওয়া অধিদফতর সমুদ্রবন্দরগুলোর ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেয়। নিম্নচাপটি আরও দুর্বল হয়ে পড়েছে। এতে করে চট্টগ্রাম বন্দরের ওপর থেকে ৩ নম্বর সংকেতও নামিয়ে নেওয়া হয়েছে। এতে করে দেশের বৃহত্তম এই স্থলবন্দরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দেশের ৫ জেলায় ৯ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় একই পরিবারের তিন জন, ভোলায় দুজন, সিরাজগঞ্জে দুজন, নড়াইলে একজন ও রাজধানীতে একজন রয়েছেন।
এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে দুই দিনের বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঝড়ে গাছপালা ভেঙে অনেক রাস্ত বন্ধ হয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে ভেঙে পড়া গাছের ডাল সরিয়ে যান চালাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।