| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত খালেদা জিয়ার সাজা আইন মেনেই স্থগিত করা হচ্ছে: আইনমন্ত্রী


খালেদা জিয়ার সাজা আইন মেনেই স্থগিত করা হচ্ছে: আইনমন্ত্রী


রহমত ডেস্ক     21 October, 2022     06:58 AM    


আইন মেনেই খালেদা জিয়ার সাজা স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, অসুস্থতার কারণে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে, তিনি এখন মুক্ত। বাসায় নিজের পছন্দের চিকিৎসক দিয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে করোনা পরিস্থিতিতে খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আক্টোবর) সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) বিভিন্ন কারখানার মালিক-শ্রমিক ও বেপজার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া এখনও অসুস্থ। তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে ছয় মাস পরপর সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে।’

মতবিনিময় শেষে আইনমন্ত্রী ডিইপিজেডের কয়েকটি কারখানা পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও ডিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবাহান।