| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী সুফিবাদ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী


সুফিবাদ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী


রহমত নিউজ ডেস্ক     13 October, 2022     08:04 AM    


পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন,  সুফিবাদ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত করে বিশ্বে শান্তি সমাজ গড়ে তুলছে। সুফিবাদ আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং সারা বিশ্বে শান্তি ছড়িয়ে দিচ্ছে। সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মাইজভাণ্ডার দরবার ব্যাপক অবদান রাখছে। আমরা শাস্তিতে বিশ্বাস করি। আমাদের অন্যের অধিকার, বিশ্বাসকে সম্মান করতে হবে। শাস্তি প্রতিষ্ঠা না হলে উন্নয়ন টেকসই হবে না। একে অপরকে সম্মান করতে হবে। সবাই এক সঙ্গে মিলে মিশে বসবাস করতে হবে। সুফিবাদ শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। মাইজভাণ্ডারীর উদ্যোগে বাংলাদেশে সুফিবাদ এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে বিভিন্ন জেলা মাইজভাণ্ডারী ভক্ত আছেন, যারা সুফিবাদের বিশ্বাস করেন, তারা শাস্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। আমি এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে জীবনে প্রথম অংশ নিলাম। এই শান্তি সম্মেলনে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 

বুধবার (১২ অক্টোবর) রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লু-তে সুফি ইউনিটি ফর ইন্টারন্যাশনাল সলিডারিটি-এসইউএফআইএসের উদ্যোগে আয়োজিত ‘এ বার্থ অব প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বার্থ অব ন্যাশন’ শীর্ষক আন্তর্জাতিক শান্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুফিজের চেয়ারম্যান শাহসুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভাণ্ডারীর সভাপতিত্বে সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন, ভারতের আজমীর শরীফের বর্তমান সাজ্জাদানশীন সালমান চিশতী। উপস্থিত ছিলেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর বিক্রম, অ্যামেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আতাউর রহমান মিয়াজি, গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনিসুজ্জামান, নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ওয়াহিদুজ্জামান, তুরস্কের দারুল ইসলাম কলেজের ডীন শায়খ ড. সৈয়দ মোহাম্মদ ই এল হোসাইনী, মরক্কোর ওয়াজদা কমিশন ইউনিভার্সিটির প্রফেসর শায়খ ড. মো. লাকদার দারফুফি, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সুফিজমের উপদেষ্টা, ড. শায়খ আহমদ তিজানি বিন ওমর, ইরানিয়ান অ্যাম্বাস্যাডর ড. আফরোজ, ভারতের ইসলামিক স্কলার শায়খ মো. সাখাওয়াত হোসাইন বারাকাতী, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইসভাপতি মো. জসিম উদ্দিন, প্রফেসর ড. রফিকুল আলম প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বায়ক শাহজাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল-হাসানী।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা