| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘গাইবান্ধার উপ-নির্বাচনে ইসির অসহায়ত্ব চরমভাবে ফুটে উঠেছে’


‘গাইবান্ধার উপ-নির্বাচনে ইসির অসহায়ত্ব চরমভাবে ফুটে উঠেছে’


রহমত নিউজ     13 October, 2022     06:53 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ইসি’র অসহায়ত্ব চরমভাবে ফুটে উঠেছে। একটি ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ নির্বাচন কমিশনের পক্ষে দলীয় সরকারের অধীনে ৩০০ আসনে সুষ্ঠু নির্বাচন করা কিভাবে সম্ভব? একটি আসনে উপ-নির্বাচন করতে গিয়ে ৫১ টি ভোট কেন্দ্রের ভোট বন্ধের মাধ্যমে প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। আজ (১৩ অক্টোবর) বৃহস্পতিবারএক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর আরোবলেন, বর্তমান সময়ে দেশের মানুষের প্রত্যাশা হলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু দলীয় সরকারের অধীনে সে নির্বাচন যে অসম্ভব তা আজকের গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচনে ৫১ টি কেন্দ্র বন্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে। জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকেই সব দলের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি করে আসছে। কিন্তু ক্ষমতাসীন সরকার সে দাবিকে উপেক্ষা করে একতরফাভাবে সরকারের অধীনে নির্বাচন আয়োজনে মরিয়া হয়ে আছে। যে কারণে দলীয় সরকারের অধীনে ভবিষ্যতে জাতীয় কোনো নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করে অযথা সময়, শ্রম, অর্থ অপচয় না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।