মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ ‘শিক্ষার মানোন্নয়নে অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে’
আন্তর্জাতিক ডেস্ক 22 September, 2022 07:22 PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে শিক্ষার মানোন্নয়নে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। এছাড়া সিলেবাস প্রণয়ন ও প্রযুক্তিগত কাঠামো এবং কনটেন্ট নির্মাণে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আজ (২২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরে ‘এশিয়ান সামিট অন এডুকেশন এন্ড স্কিলস-এএসইস’ ২০২২-এর বার্ষিক অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। আজ ভারতের বেঙ্গালুরে ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া ‘এশিয়ান সামিট অন এডুকেশন এন্ড স্কিলস’ ২০২২ শেষ হচ্ছে।
গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আরও পূঁজি বিনিয়োগ করতে হবে। এ জন্য দেশগুলো একটি শিক্ষা সহায়তা ফান্ড গড়ে তুলতে পারে। পাশাপাশি জাতিসংঘকে এ অঞ্চলে শিক্ষার প্রসারে আরও নিবিড়ভাবে কাজ করার জন্যও আহ্বান জানান তিনি।